1. admin@miarhat.com : admin :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ হেডলাইন

নিজেকে তৈরি করা মানেই দেশের জন্য কাজ করা – বেপারী. মো. কামরুজ্জামান হৃদয়

  • আপডেট সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৮ বার পঠিত
বেপারী. মো. কামরুজ্জামান হৃদয়
সবলেরা দুর্বলদেরকে সব সময় চাপিয়ে রাখে। এটাই স্বাভাবিক।
☞ দুর্বলেরা এটাকে ’স্বাভাবিক’ বলেই মেনে নেয়। কিন্তু এটা সঠিক নয়।
দুর্বদেরকে ভাবতে হবে আমরা দুর্বল নই, আমরাও তাদের মত শিক্ষিত, সুস্থ, সবল, ভালো।
তবে আমাদের বুদ্ধির, কর্ম দক্ষতার, অভিজ্ঞতার, সময়নিষ্ঠতার যথেষ্ঠ অভাব রয়েছে।
☞ আপনাকে কেউ’ই ‘কর্ম ক্ষেত্রে, সফলতার ক্ষেত্রে’ জায়গা/ স্থান দিবে না, এমনকি আপনার ভাই, প্রতিবেশী, প্রিয় বন্ধুটিও।
তাই আপনাকেই আপনার জায়গা করে নিতে হবে, প্রয়োজনে কৌশলে ছিনিয়ে নিতে হবে। আর এটাই হবে বুদ্ধিমানের কাজ।
☞ অনেক পরিবার-পরিজন, বন্ধুদের মধ্যে একজন যখন হঠাৎ করে নেতা হয়ে যায়,
তাকেই সবাই নেতা মেনে নেয়, সমর্থন করে, তার সিদ্ধান্ত সবাই মেনে নেয়।
(এখানে শুধু রাজনৈতিক নেতাদেরকে বলা হয়নি, পরিবারের নেতা, বন্ধুদের নেতা অর্খাৎ সকল স্তরের গ্রোপ লিডাদেরকে বলা হল)
তাই নিজেকে কমপক্ষে ৩ জনের মধ্যে সেরা হিসাবে তৈরি করুন। তাহলে ৪র্থ জন আপনাকেই মেনে নিবে। তারপর একজন একজনকরে।
☞ সকল ক্ষেত্রে বিনয়ী হউন তাহলেই সাফল্য আপনাকে ধরা দিবে।
মনে রাখবেন, যখনই রূঢ়তা, অভদ্রতা, একগেয়েমীতা, অবিনয়ীতা আপনাকে আঁকড়িয়ে ধরেছে ঠিক তখনই আপনার সাফল্যও আপনাকে হাতছানি দিয়ে চলে যাচ্ছে।
☞ নিজেকে তৈরি করা মানেই হচ্ছে পরিবার-পরিজনদেরকে তৈরি করা এবং দেশের জন্য কাজ করা। প্রতিষ্ঠানের জন্য কাজ করা।
✍️ লেখক,
বি. এম. কামরুজ্জামান হৃদয়
সিনিয়র এক্সিকিউটিভ (অপারেশন্স)
ল্যাবএইড লিমিটেড (হসপিটাল এন্ড ডায়াগনস্টিকস)
? +8801766661610 ✍️
kamruzzaman@labaidgroup.com
এ জাতীয় আরও খবর

© All rights reserved © 2022 Miarhat.com

Theme Customized By Miarhat